ঢাকা, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ফ্লোর প্রাইস প্রত্যাহারের গুজব সঠিক নয়: বিএসইসি

২০২২ নভেম্বর ২১ ১২:৪৯:২৪
ফ্লোর প্রাইস প্রত্যাহারের গুজব সঠিক নয়: বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেছেন, শেয়ারবাজারের ফ্লোর প্রাইস প্রত্যাহার হচ্ছে না। ফ্লোর প্রাইস উঠানো নিয়ে শেয়ারবাজারে যে গুজব ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসইসির এ কমিশনার।

ড. সামসুদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন হাউজে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার বিষয়ে। আজ কমিশনে এই বিষয়ে বৈঠক হবে বলেও গুজব ছড়ানো হচ্ছে। তবে বিষয়টি সম্পুর্ণ গুজব। যারা এসব গুজব ছড়াচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

শীর্ষ ব্রোকারদের সঙ্গে বিকেলে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কয়েকটি শীর্ষ ব্রোকারের প্রধান নির্বাহীরা একটি অনলাইন সংবাদ মাধ্যককে জানিয়েছেন। এ বিষয়ে বিএসইসির এ কমিশনার অবগত নন বলে জানান।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে