ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্পিনিং টপে রোববারের বাই সিগনালের ১৯ শেয়ার

২০২২ ডিসেম্বর ১৭ ১৬:৩৪:১৩
স্পিনিং টপে রোববারের বাই সিগনালের ১৯ শেয়ার

মার্কেট আওয়ার ডেস্ক: বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) লেনদেনশেষে স্পিনিং টপ অনুযায়ী রোববারের জন্য (১৮ ডিসেম্বর) Buy Signal পাওয়া গেছে ১৯টি কোম্পানির শেয়ারের।

stocknow সূত্রে প্রাপ্ত ওই ১৯টি কোম্পানির শেয়ার হলো: এ্যাম্বি ফার্মা, অ্যাপেক্স ফুটওয়ার, বাটা সু, বিডিকম, বসুন্ধরা পেপার, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো সিএনজি, ইসলামী ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, কেএন্ডকিউ, মেট্রো স্পিনিং, মুন্নু এগ্রো, নাভানা ফার্মা, পূবালী ব্যাংক, রূপালী লাইফ, সমরিতা হাসপাতাল, সার্পোট ও সোনালী আঁশ।

সতর্কতা: যেকোনো অ্যানালাইসিস কার্যকারিতার অপরিহার্য শর্ত হলো ‘ইতিবাচক বাজার’। যদি বাজার নেতিবাচক হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই টেকনিক্যাল অ্যানালাইসিস অকার্যকর হয়ে পড়ে। এছাড়া, শেয়ারগুলো কেনার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে কোম্পানিগুলোর লেনদেন, শেয়ারদর, লেনদেনযোগ্য শেয়ার, ডিভিডেন্ড, মুনাফা, পরিশোধিত মূলধন ও ফ্লোর প্রাইস ইত্যাদি বিষয়গুলো সক্রিয় বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করেন টেকনিক্যাল এনালিস্টরা।

টেকনিক্যাল অ্যানালাইসিসের গুরুত্ব: শেয়ারবাজারে বিনিয়োগ উপযোগী শেয়ার কিংবা ঝুঁকিপূর্ণ শেয়ার নির্বাচনের ক্ষেত্রে বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা বিভিন্ন নির্দেশক (Indicator) ব্যবহার করে থাকেন। এর মধ্যে রয়েছে টেকনিক্যাল ইনডিকেটর (Technical Indicator) ও ফান্ডমেন্টাল ইনডিকেটর (Fundamental Indecator)।

স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক: টেকনিক্যাল ইনডিকেটরের মধ্যে স্পিনিং টপ হলো সবচেয়ে নির্ভরযোগ্য ক্যান্ডেলস্টিক। এটি হলো জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলটির বডির উপরে এবং নিচে লম্বা দাগ কিংবা shadow থাকে। ক্যান্ডেলটি যদি কোনো আপট্রেন্ড কিংবা ডাউনট্রেন্ডে গঠিত হয়, তাহলে এটি আপ রিভার্সাল ট্রেন্ড বা ডাউন রিভার্সাল ট্রেন্ডের নির্দেশ করে।

এএসএম/

পাঠকের মতামত:

অ্যানালাইসিস এর সর্বশেষ খবর

অ্যানালাইসিস - এর সব খবর



রে