ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠক করলেন তিন বাহিনীর প্রধান

২০২৫ নভেম্বর ০১ ২১:১৮:১৭
প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠক করলেন তিন বাহিনীর প্রধান

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা যমুনায় এক ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করেছেন। আজ শনিবার সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র।

সূত্র জানায়, বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

আইনশৃঙ্খলা বাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা রাত ৮টা ১৮ মিনিটে জানান, বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং তিন বাহিনীর প্রধানরা ইতিমধ্যে যমুনা ত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, ‘‘প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের একটি বৈঠকের সিডিউল আগে থেকেই নির্ধারিত ছিল। সেখানে আগামী জাতীয় নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের ডিপ্লয়মেন্ট [মোতায়েন] নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।’’

তবে আজকের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি ওই কর্মকর্তা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রের বরাতে জানা গেছে, তিন বাহিনীর প্রধানরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। এটি প্রধান উপদেষ্টার আহ্বানে অনুষ্ঠিত হয়নি।

সূত্র আরও জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তিন বাহিনীর প্রধানরা তাদের নিজ নিজ দপ্তর থেকে বিকেলেই যমুনার উদ্দেশ্যে রওনা দেন।

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে।

গত ২০ অক্টোবর নির্বাচন কমিশন জানিয়েছিল, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সদস্য মোতায়েন করা হবে।

এর আগে, গত ১ সেপ্টেম্বর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করেছিলেন। সেই সময় ড. ইউনূস জাতীয় নির্বাচনের আগে সকল বাহিনীর মধ্যে নিবিড় সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন।

বশির/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর