ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

স্পিনিং টপ অনুযায়ী রোববারের বাই সিগনালের শেয়ার

২০২২ ডিসেম্বর ১০ ১৪:৫৩:১০
স্পিনিং টপ অনুযায়ী রোববারের বাই সিগনালের শেয়ার

টেকনিক্যাল ইনডিকেটরের মধ্যে Moving Average Indecator (মুভিং এভারেজ নির্দেশক) হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টেকনিক্যাল অ্যানালাইসিস। এটিকে টেকনিক্যাল এনালাইসিসের প্রাণ বলা হয়। আর স্পিনিং টপ হলো Moving Average Indecator-এর সবচেয়ে নির্ভরযোগ্য ক্যান্ডেলস্টিক।

স্পিনিং টপ হলো জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি। ক্যান্ডেলটির বডির উপরে এবং নিচে লম্বা দাগ কিংবা shadow থাকে। ক্যান্ডেলটি যদি কোনো আপট্রেন্ড কিংবা ডাউনট্রেন্ডে গঠিত হয়, তাহলে এটি সম্ভাব্য রিভার্সাল ট্রেন্ডের নির্দেশ করে।

সতর্কতা: যেকোনো অ্যানালাইসিস কার্যকারিতার অপরিহার্য শর্ত হলো ‘ইতিবাচক বাজার’। যদি বাজার নেতিবাচক হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই টেকনিক্যাল অ্যানালাইসিস অকার্যকর হয়ে পড়ে। তবে যেকোনো শেয়ার কেনার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে শেয়ারটির লেনদেনের ভলিউম এবং দামের মুভমেন্ট অবশ্যই সক্রিয় বিবেচনায় নিতে হবে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) লেনদেনশেষে স্পিনিং টপ অনুযায়ী রোববারের Buy Signal দেওয়া কোম্পানির শেয়ার হলো: এডিএন টেলিকম, এডভেন্ট ফার্মা, এপেক্স উইভিং, বার্জার পেইন্ট, বিএনআইসিএল, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্সুরেন্স, ফাইন ফুড, কেডিএস, মাস্টারএগ্রো, মেট্রো স্পিনিং, নাভানা ফার্মা, ওরিজাএগ্রো, এনটিসি, পপুলার লাইফ, প্রিমিয়ার ব্যাংক ও সোনালী লাইফ ইন্সুরেন্স। সূত্র: stocknow

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

অ্যানালাইসিস এর সর্বশেষ খবর

অ্যানালাইসিস - এর সব খবর