ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিভিডেন্ডে চমক দেখাল এ্যাম্বি ফার্মা

২০২২ নভেম্বর ২২ ১০:৩৫:৪৬
ডিভিডেন্ডে চমক দেখাল এ্যাম্বি ফার্মা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি এ্যাম্বি ফার্মা বরাবরই শেয়াহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিয়ে আসছিল। কিন্তু গত বছর কোম্পানিটি বড় লোকসানের কারণে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছিল।

এ বছর ডিভিডেন্ড ঘোষণায় আগের ফর্মে ফিরেছে। ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য এ বছর কোম্পানিটি ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫ টাকা ৪২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩০ টাকা ৪৯ পয়সা ঋণাত্বক। যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ২ টাকা ২৭ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিএস ছিল ১৮ টাকা ৬৮ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট জানাবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আলম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে