ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

যুক্তরাজ্যের কাউন্সিলর ১৯ বছর বয়সী বাংলাদেশি

২০২৪ মে ০৮ ১১:৫৩:৪৮
যুক্তরাজ্যের কাউন্সিলর ১৯ বছর বয়সী বাংলাদেশি

সিলেটের ১৯ বছর বয়সী ইসমাইল উদ্দিন যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে কাউন্সিলের বোলিং অ্যান্ড ব্যাকারেন্ড ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

যুক্তরাজ্যে বাঙালি বংশোদ্ভূত সর্বকনিষ্ঠ নির্বাচিত কাউন্সিলর ইসমাইল সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের প্রবাসী জমির উদ্দিন ও আসমা বেগমের প্রথম ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে ইসমাইল দ্বিতীয়।

এর আগে ১৯৭৩ সালে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাজারীগাঁও গ্রামের মনোয়ার হোসেন যুক্তরাজ্যের এই ব্র্যাডফোর্ড কাউন্সিলে প্রথম বাঙালি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।

মনোয়ার হোসেনের তৈরি ইতিহাসে তারই উপজেলার সন্তান ইসমাইল উদ্দিন নতুন রূপে আরেকটি কীর্তি গড়লেন।

এছাড়া সিলেটবাসী গত অর্ধশতাব্দী ধরে যুক্তরাজ্যে প্রায় সব ক্ষেত্রেই তাদের যোগ্যতার ছাপ রেখে যাচ্ছে। প্রতিটি মানুষ তাদের প্রতিভার আলোয় আলোকিত করেছেন সমগ্র বাঙালি সম্প্রদায় ও বিশ্বজগতকে।

এক্ষেত্রে অবশ্য তরুণ প্রজন্ম অনেক এগিয়ে। মনোয়ার হোসেনের দেখানো পথ অনুসরণ করে যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিল নির্বাচনে প্রায় প্রতিটি নির্বাচনে বিপুল সংখ্যক বাঙালি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

আওয়াল/

পাঠকের মতামত:

পরবাস এর সর্বশেষ খবর

পরবাস - এর সব খবর



রে