ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে নিরাপদ, বললেন রোনাদেরা বোন

২০২৪ মে ০৫ ১৫:৩৯:৩২
সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে নিরাপদ, বললেন রোনাদেরা বোন

সৌদি আরবে একা হাঁটা নিরাপদ কিনা এমন প্রশ্নের জবাবে কাতিয়া আভেইরো পর্তুগিজ ভাষার সামাজিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেছেন, "একা একা হাঁটার কোনো নিরাপদ জায়গা থাকলে তা এখানে।"

কাতিয়া আভেইরো বলেন, 'সৌদি আরব নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম সেরা। আপনি টেবিলে আপনার ফোন রেখে যেতে পারেন এবং কিছুই হবে না।'

তিনি আরও বলেন, 'এখানে কেউ আপনাকে অসম্মান করবে না এবং কোনো চুরিও নেই।' তাই তিনি সৌদি আরবে সবসময় নিরাপদ বোধ করেন।

মাসুদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

পরবাস এর সর্বশেষ খবর

পরবাস - এর সব খবর