ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুব শীঘ্রই শেয়ারবাজারের সমস্যা কেটে যাবে

২০২২ ডিসেম্বর ২৭ ১৬:৫২:০২
খুব শীঘ্রই শেয়ারবাজারের সমস্যা কেটে যাবে

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার বলেছেন, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার সমন্বিত উদ্যোগের কারণে দেশের শেয়ারবাজারের ভিত্তি মজবুত হয়েছে।

তিনি বলেন, নানা কারণে বর্তমান সময়টা ভালো যাচ্ছে না৷ কিন্তু আমরা আশাবাদি খুব শীঘ্রই এই সমস্যা কেটে যাবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গুলশানের বিলকিস টাওয়ারে ডিএসইর নতুন ট্রেকহোল্ডার কোম্পানি এমকেএম সিকিউরিটিজ লিমিটেড এর-শুভ উদ্বোধনকালে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক একথা বলেন।

সাইফুর রহমান মজুমদার বলেন, বাংলাদেশের শেয়ারবাজারের পরিধি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে বিনিয়োগকারীর সংখ্যাও। তিনি বলেন, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সঞ্চিত অর্থ দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে।

শেয়ারবাজারের উন্নয়নে ব্রোকারেজ হাউজের কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ করতে গেলে ট্রেকহোল্ডার কোম্পানির কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করতে হবে৷

সাইফুর রহমান মজুমদার বর্তমান মন্দা পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা প্রত্যেকটি ট্রেকহোল্ডার কোম্পানিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, যেন ট্রেকহোল্ডার কোম্পানি তাদের বিনিয়োগকারীদের যথোপযুক্ত সেবা নিশ্চিত করতে পারে এবং তাদের ডিলার একাউন্টে যথোপযুক্ত সময়ে বিনিয়োগ করতে পারে৷’

ইসলাম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে