ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

আগামী ৩ দিন বিনামূল্যে দেখা যাবে ‘মুজিব’ সিনেমা

২০২৩ অক্টোবর ২০ ১৭:৩৫:২২
আগামী ৩ দিন বিনামূল্যে দেখা যাবে ‘মুজিব’ সিনেমা

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সংবাদমাধ্যমে এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিকটি গোপালগঞ্জের দর্শকদের হৃদয় কেড়েছে। প্রতিটি শোতে দর্শকের উপচেপড়া ভিড় দেখা গেছে। তরুণ প্রজন্ম ছবিটি বেশি দেখছে। কেউ কেউ সিট না পেয়ে সিনেমাটি দেখতে পারেননি। তাই সব দর্শকের চলচ্চিত্রটি দেখার সুযোগ করে দিতে আমরা প্রদর্শনী বাড়িয়েছি। আশা করছি, এই ৩ দিনে অন্তত ৭ হাজার দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাবেন।’

আগামী ২২ অক্টোবর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে চলবে ‘মুজিব’ সিনেমার প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা, দুপুর ২টা থেকে বিকেল ৫টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ছবিটি প্রদর্শিত হচ্ছে।

আর আগে ১৩ অক্টোবর এই সিনেমা মুক্তির পর গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ৭ দিনব্যাপী বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করে জেলা প্রশাসন। বৃহস্পতিবার এর ৭ দিনের বিনামূল্যে প্রদর্শনীর মেয়াদ শেষ হয়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর