ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুই কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কতা

২০২৩ ডিসেম্বর ১৪ ১৬:৫৯:০৪
দুই কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে মনে করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই জন্য প্রতিষ্ঠান দুইটির শেয়ারে বিনিয়োগের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে স্টক এক্সচেঞ্জটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানি দুইটি হলো- আনলিমায়ার্ন ডাইং ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

জানা যায়, কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোর কর্তৃপক্ষকে নোটিশ পাঠায়।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।

আনলিমায়ার্ন ডাইং

গত ১২ নভেম্বর প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ৩১ টাকা ৮০ পয়সায়। যা ১৪ ডিসেম্বর বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা বা ৩৩.৬৪ শতাংশ।

খান ব্রাদার্স

গত ১৬ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৮ টাকা ৬০ পয়সায়। যা ১৪ ডিসেম্বর বেড়ে দাঁড়েয়েছে ৯৫ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৬ টাকা ৯০ পয়সা বা ৩৯.২১ শতাংশ।

মার্কেট আওয়ার/তারিকুল

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে