ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিএফআই সিকিউরিটিজের লেনদেন স্থগিত

২০২২ নভেম্বর ২২ ০৭:৩২:৩৯
পিএফআই সিকিউরিটিজের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন স্থগিত করে দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

গত ১৭ নভেম্বর পাঠানো একটি চিঠিতে সিডিবিএল জানিয়েছে, সমন্বিত গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি জমা দিতে ব্যর্থতা হওয়ায় পিএফআই সিকিউরিটিজের ডিপি অপারেশন ২০ নভেম্বর থেকে স্থগিত থাকবে।

চিঠিতে আরও বলা হয়েছে, কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে একত্রিত গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি সার্টিফিকেট নবায়ন ফি জমা দেওয়ার পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিলেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, পিএফআই সিকিরিটিজ প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একটি সহযোগি প্রতিষ্ঠান। পিএফআই সিকিউরিটিজ হল একটি স্টক ডিলার এবং স্টক ব্রোকারেজ কোম্পানী যা ঢাকা ও চট্টগ্রাম উভয় শেয়ারবাজারে সদস্য প্রতিষ্ঠান।

এর আগে ২০১৮ সালে একীভূত গ্রাহক অ্যাকাউন্টে ঘাটতি এবং স্টক মার্কেট বিনিয়োগে অনিয়মের জন্য পিএফআই সিকিউরিটিজকে ২৫ লাখ টাকা জরিমানা করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে