ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রীর!

২০২৪ মে ১৩ ১৩:০৬:৫৩
বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রীর!

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের এক যাত্রীর বিরুদ্ধে এ আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। গত ৮ মে দুবাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে যাচ্ছিল বিমানটি।

অভিযোগ, বিমান ছাড়ার পর সবকিছু ঠিক ছিল। কিছুক্ষণের মধ্যে এক যাত্রী অস্বাভাবিক আচরণ করতে থাকেন। হঠাৎ বিমানের জানালার ধারে দাঁড়িয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি দেন এক যাত্রী। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এয়ার ইন্ডিয়ার বিমানে।

অসংলগ্ন ব্যবহারের জন্য ওই যাত্রীকে শান্ত করা চেষ্টা করেন বিমান সেবিকারা। কিন্তু কোনও কথাতেই কর্ণপাত করেননি তিনি।

বিমানটি আরব সাগরের ওপর দিয়ে যাচ্ছিল। তখনই আচমকা এক যাত্রী ঝাঁপ দেওয়ার হুঁশিয়ারি দিতে থাকেন। ওই যাত্রীর আচরণ এবং মন্তব্যে বিমানে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়।

এরপর বিমানটি মেঙ্গালুরুতে পৌঁছলে ওই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে পুলিশের হাতে তুলে দেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

এ ঘটনায় এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। কেন ওই যাত্রী বিমানের মধ্যে অস্বাভাবিক আচরণ করেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর