ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারের বেশিরভাগ ব্যাংকের মুনাফায় ঊর্ধ্বগতি

২০২৩ জানুয়ারি ০১ ০৭:০৭:২৫
শেয়ারবাজারের বেশিরভাগ ব্যাংকের মুনাফায় ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক: নানা প্রণোদনা ও ছাড়ের কারণে ২০২২ সালে ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিছাড় বড় ধরনের ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। সুবিধাপ্রাপ্ত ঋণের অনাদায়ী সুদকে আয় হিসেবে দেখানোর সুযোগ পাওয়ায় ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে।

আগের বছর ২০২১ সালে দেশের আমদানি-রফতানি বাণিজ্যে বড় ধরনের উল্লম্ফন হয়েছিল। এর সুবাদে সে সময় ব্যাংকগুলো ভালো ব্যবসা করতে পেয়েছে। পরিচালন মুনাফাও ভালো হয়েছে। কিন্তু ২০২২ সালে বৈদেশিক বাণিজ্য কমে যাওয়ায় ব্যাংকগুলো আগের বছরের মতো ব্যবসা করতে পারেনি। আবার ঋণগ্রহীতাদের বাংলাদেশ ব্যাংক নীতিছাড় দেয়ায় ঋণের বিপরীতেও ব্যাংকগুলোর আদায় কমেছে। এতে ব্যাংকের মুনাফা কমেছে।

গত ২২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সুবিধাপ্রাপ্ত ঋণের বিপরীতে অনাদায়ী সুদকে ব্যাংকের আয় হিসেবে দেখানোর সুযোগ দিয়ে ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সুদের কিস্তি পরিশোধের সুবিধাপ্রাপ্ত মেয়াদি ঋণের ওপর বকেয়া সুদ আয় হিসেবে দেখাতে পারবে ব্যাংক। এতে ব্যাংকগুলোর আয় বাড়ার সুযোগ তৈরি হয়।

ব্যাংকাররা বলছেন, ব্যাংকগুলো পরিচালন মুনাফা বাড়ানোর সুযোগ পেলেও তা প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। এর মধ্যে কিছু ব্যাংক ভালো পরিমাণে পরিচালন মুনাফা করেছে। আবার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে না পারায় অনেক ব্যাংকইপরিচালন আয়েরতথ্য প্রকাশ করেনি।

পরিচালন মুনাফায় আগের ধারাবাহিকতা ধরে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটি ২০২২ সালে ২ হাজার ৬৪৬ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। আগের বছর ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২ হাজার ৪৩০ কোটি টাকা।

সাউথইস্ট ব্যাংক ২০২২ সালে পরিচালন মুনাফা করেছে ১ হাজার ১৩৫ কোটি টাকা। ২০২১ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১ হাজার ১৬ কোটি টাকা।

এরপর রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। প্রতিষ্ঠানটি পরিচালন মুনাফা করেছে। আগের বছরে যা ছিল ৭২২ কোটি টাকা।

যমুনা ব্যাংক ৮৩০ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করেছে, যেখানে আগের বছরে ছিল ৭৫০ কোটি টাকা।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৮১০ কোটি টাকা পরিচালন মুনাফা হয়েছে। এর আগের বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৭৫০ কোটি টাকা।

সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা ২০২২ সাল শেষে দাঁড়িয়েছে ৫৫০ কোটি টাকা, যেখানে আগের বছরে ছিল ৫০১ কোটি টাকা।

এনআরবিসি ব্যাংক ৪৫৫ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করেছে। আগের বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৪৪৪ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক ২০২২ সাল শেষে ২১১ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে। ২০২১ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১৪৭ কোটি টাকায়।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালন মুনাফা কমেছে। ২০২২ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ২০০ কোটি টাকায়, যেখানে আগের বছরে ছিল ২১০ কোটি টাকা।

উল্লেখ্য, পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে নির্ধারিত হারে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ এবং করপোরেট কর পরিশোধের পর নিট মুনাফার হিসাব হবে। নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত মুনাফা।

এএসএম/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে