ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুভিং এভারেজে মঙ্গলবার বাই সিগনালের শেয়ার

২০২২ ডিসেম্বর ১২ ২০:৪৬:৩৭
মুভিং এভারেজে মঙ্গলবার বাই সিগনালের শেয়ার

মার্কেট আওয়ার ডেস্ক: সোমবার (১২ ডিসেম্বর) লেনদেন শেষে Moving Average-14 অনুযায়ী ১৯টি কোম্পানির শেয়ারে Buy Signal পাওয়া গেছে। কোম্পানিগুলো হলো-আনোয়ার গ্যালভেনাইজিং, অ্যাপেক্স ফুটওয়ার, এরামিট, বিএনআইসিএল, বসুন্ধরা পেপার, সিটি জেনারেল ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস, হাক্কানী পাল্প, আইএসএন, জেএমআই হসপিটাল, লাভেলো আইসক্রীম, লুব-রেফ, রংপুর ফাউন্ড্রি, রিলায়েন্স ইন্সুরেন্স, আরএসআরএম ও সমরিতা হাসপাতাল। সূত্র: stocknow/

সতর্কতা: শেয়ারগুলো কেনার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে কোম্পানিগুলোর লেনদেন, শেয়ারদর এবং ডিভিডেন্ড ও মুনাফার বিষয়গুলো সক্রিয় বিবেচনায় নিতে হবে।

Moving Average Indecator এর গুরুত্ব ও কার্যকারিতা : শেয়ারবাজারে বিনিয়োগ উপযোগী শেয়ার কিংবা ঝুঁকিপূর্ণ শেয়ার নির্বাচনের ক্ষেত্রে বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা বিভিন্ন নির্দেশক (Indicator) ব্যবহার করে থাকেন। এর মধ্যে রয়েছে ট্যাকনিক্যাল ইনডিকেটর (Technical Indicator) ও ফান্ডমেন্টাল ইনডিকেটর (Fundamental Indecator)।

টেকনিক্যাল ইনডিকেটরের মধ্যে Moving Average Indecator (মুভিং এভারেজ নির্দেশক) হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টেকনিক্যাল অ্যানালাইসিস। এটিকে টেকনিক্যাল এনালাইসিসের প্রাণ বলা হয়।

Moving Average Indecator দুটি লাইন বা স্পীড রয়েছে। একটি হলো Faster Line। অন্যটি হলো Slower Line। যখন মার্কেটে নতুন কোনো ট্রেন্ড তৈরি হয় তখন Faster Line বা নীল লাইন সবার আগে মুভ করে এবং সে Slower Line বা লাল লাইনকে ক্রস করে যায়। যখনি ইনডিকেটরে কোনো ক্রসওভার দেখা যায়. তখনি আমরা বুঝতে পারি যে মার্কেটে নতুন ট্রেন্ড তৈরি হতে যাচ্ছে।

Moving Average চার্টে যখন Faster Line (নীল) তার নিচের Slower Line (লাল) কে ক্রস করে নিচে নেমে যায়, তখন এটি Sell Trend এর সংকেত দেয়। আর যদি Faster Line (নীল) যদি Slower Line (লাল) কে ক্রস করে উপরে উঠে যায়, তখন এটি Buy Trend এর সংকেত দেয়। এর কারণ হলো, যখন দুটি লাইন একটি আরেকটিকে ক্রস করে, তখন তার ভ্যালু শুন্য (0) হয়ে যায়। শুন্য থেকে উপরের Trend-কে Buy Trend এবং শুন্য থেকে নিচের Trend-কে Sell Trend বলা হয়।

তবে যেকোনো অ্যানালাইসিস কার্যকারিতার অপরিহার্য শর্ত হলো ‘ইতিবাচক বাজার’। যদি বাজার ইতিবাচক থাকে, তাহলে সিংহভাগ ক্ষেত্রেই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভালো ফল পাওয়া যায়। আর বাজার যদি নেতিবাচক থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস অকার্যকর হয়ে পড়ে।

এএসএম/

পাঠকের মতামত:

অ্যানালাইসিস এর সর্বশেষ খবর

অ্যানালাইসিস - এর সব খবর



রে