ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

পতনরোধে বিএসইসির সিদ্ধান্ত, বিশ্লেষকদের অভিমত

২০২২ নভেম্বর ১২ ২৩:২৯:৩৬
পতনরোধে বিএসইসির সিদ্ধান্ত, বিশ্লেষকদের অভিমত

বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোর কাছে অর্থ পড়ে আছে, যা তারা বিনিয়োগ করে বাজারকে সার্পোর্ট দিতে পারে। এতে করে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মাঝে যে অস্থিরতা রয়েছে তা কেটে যাবে।

তাঁদের মতে, ব্যাংকগুলোকে বন্ড ছাড় দেওয়ার বিষয়ে বিএসইসির যে সাহসী পদক্ষেপের কথা জানিয়েছে, তা ব্যাংকগুলোকে বিনিয়োগ বৃদ্ধির উৎসাহ যোগাবে।

অন্যদিকে, মিউচ্যুয়াল ফান্ডগুলোর কাছে যে অর্থ পড়ে আছে সে অর্থ বিনিয়োগ করলেও বাজার অনেক বেশি সাপোর্ট পাবে। বাজারকে সাপোর্টদেওয়ার জন্য এই বিষয়গুলো নিয়ে বিএসইসি প্রশংসিত হলেও ২ শতাংশ সার্কিট ব্রেকার নিয়ে রয়েছে দ্বিমত।

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বিএসইসি যে সিদ্ধান্ত নিয়েছে তা বাজারের জন্য কি পরিমাণ সাপোর্ট দিবে এমন প্রশ্নের জবাবে শেয়ারবাজার বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু আহমেদ বলেন, ব্যাংকগুলো বিনিয়োগের জন্য যে ফান্ড গঠন করেছে সেগুলো তারা আগেই বিনিয়োগ করেছে। যারা ফান্ড গঠন করেনি তাদের বিষয়টি আলাদা। কিন্তু মিউচ্যুয়াল ফান্ডগুলো কোথা থেকে বাজারে বিনিয়োগ করবে। তাদের কাছে তো অর্থ নেই।

অধ্যাপক আবু আহমেদ আরও বলেন, মিউচ্যুয়াল ফান্ডগুলো বাজারের জন্য কখনোই ভালো কিছু করতে পারেনি। ফান্ডগুলোর বিষয়ে বিনিয়োগকারীদের মাঝে আস্থা নেই। গত ১০ থেকে ১২ বছর যাবত শেয়ারবাজারে এমনটাই লক্ষ্য করা গেছে।

শেয়ারবাজারের প্রবীণ এ বিশ্লেষক বলেন, বিএসইসি সার্কিট ব্রেকার নিয়ে ২ শতাংশের যে সিদ্ধান্ত নিয়েছে তা পৃথিবীর কোথাও নেই। এসব করে আসলে বাজারকে স্থিতিশীল করা সম্ভব নয়। এই সিদ্ধান্ত বাজারের রুলসের বাইরে গিয়ে পরিপালন করা হচ্ছে। বরং বাজারকে তার নিজের গতিতে চলতে দেওয়া উচিৎ। বাজারের ভালো ভালো কোম্পানি না আসলে বাজারে স্থিতিশীল করা সম্ভব নয়।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

অ্যানালাইসিস এর সর্বশেষ খবর

অ্যানালাইসিস - এর সব খবর