ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

কম্পিউটারের গতি বাড়াতে যা করবেন

২০২৩ অক্টোবর ০৬ ১৭:৩০:৫৬
কম্পিউটারের গতি বাড়াতে যা করবেন

হার্ড ড্রাইভ আপগ্রেড করা- কম্পিউটারের গতি ধীর হলে, আপনি দীর্ঘদিন ধরে পুরানো হার্ড ড্রাইভ ব্যবহার করছেন কিনা তা পরীক্ষা করুন। আপনি যদি একটি পুরানো হার্ড ড্রাইভ ব্যবহার করেন, তাহলে আপনার পুরানো হার্ড ড্রাইভকে একটি নতুন এবং দ্রুততর হার্ড ড্রাইভ দিয়ে প্রতিস্থাপন করার সময় এসেছে। একটি নতুন হার্ড ড্রাইভ তাৎক্ষণিকভাবে কম্পিউটারের গতি কয়েকগুণ বাড়িয়ে দেবে।

বাড়তি র‍্যাম সংযোজন- র‍্যান্ডম অ্যাকসেস মেমোরি বা র‍্যাম কম্পিউটারে অস্থায়ী, তাৎক্ষণিক এবং বারবার ব্যবহৃত হয় এমন ডেটা সংরক্ষণ করে থাকে। পর্যাপ্ত র‍্যাম না থাকলে কম্পিউটারে মাত্রাতিরিক্ত চাপ পড়ে, যা এর গতি কমিয়ে দেয়। অতিরিক্ত র‍্যাম কিনে তা ইনস্টল করে এ সমস্যা দূর করা সম্ভব।

কম্পিউটার পরিষ্কার রাখা- যত্নহীন কম্পিউটারে অতিরিক্ত ধুলাময়লা জমা হলে তাপ ঠিকমতো বাইরে বের হতে পারে না। ফলে কম্পিউটারটি দ্রুত গরম হয়ে যায় এবং এর গতিও কমে আসে। তাই নিয়মিত কম্পিউটার পরিষ্কার করতে হবে।

সফটওয়্যার আপডেট করা- কম্পিউটারে ব্যবহৃত প্রায় সব সফটওয়্যারই প্রতিনিয়ত নতুন নতুন আপডেট প্রকাশ করে থাকে। তাই সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করতে হবে নিয়মিত। এর ফলে সফটওয়্যারের নানান সমস্যা ও বাগ সংশোধন হবে এবং সেগুলোর কর্মক্ষমতা বাড়বে।

উপযোগী অ্যান্টিভাইরাস ব্যবহার করা- অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটারকে ভাইরাস এবং অন্যান্য ম্যালওয়্যার থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। একই সঙ্গে এটি কম্পিউটারের গতিও কমিয়ে ফেলতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের জন্য যদি গতি কমে যায়, তাহলে সেটি পরিবর্তন করতে হবে। এ ক্ষেত্রে সক্ষমতা অনুযায়ী (র‍্যাম ও প্রসেসর স্পিড) অপেক্ষাকৃত কম স্টোরেজ বা মেমোরির অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত।

অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা- ব্যবহার করা হয় না এমন অপ্রয়োজনীয় সফটওয়্যার অনেক স্টোরেজ নিয়ে নেয়, যা কম্পিউটারের গতি কমিয়ে দেয়। এ জন্য অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা জরুরি। এতে স্টোরেজ খালি হয় এবং কম্পিউটারের গতি বৃদ্ধি পায়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর