ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

অ্যান্ড্রয়েড ফোন থেকে ছবি আনা যাবে পাওয়ার পয়েন্টে

২০২২ নভেম্বর ১২ ০৬:৪৩:১৮
অ্যান্ড্রয়েড ফোন থেকে ছবি আনা যাবে পাওয়ার পয়েন্টে

এই প্রযুক্তির মাধ্যমে, ওয়েব-ভিত্তিক ওয়ার্ড বা পাওয়ারপয়েন্টে একটি নথি তৈরি করার সময়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ফোন থেকে সরাসরি নথিতে ছবি যুক্ত করা যায়।

প্রযুক্তিবিষয়ক পোর্টাল দ্য ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, ওয়েবভিত্তিক ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে সরাসরি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ছবি যুক্ত করার সুবিধা দিতে যাচ্ছে মাইক্রোসফট।

তবে তার আগে অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে ব্যক্তিগত কম্পিউটার বা পিসির সঙ্গে সংযুক্ত করতে হবে। এজন্য কম্পিউটারে আসা কিউআর কোড অ্যান্ড্রয়েড মোবাইলে স্ক্যান করা উচিত। এর মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে ডিভাইসে উইন্ডোজ অ্যাপ ডাউনলোড করা যাবে।

মাইক্রোসফট জানায়, ব্যবহারকারীদের মাঝে পর্যায়ক্রমে এই সুবিধা ছড়িয়ে দেওয়া যাবে।

প্রসঙ্গত, অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে উইন্ডোজ পিসিতে ছবিসহ বিভিন্ন ফাইল আদান-প্রদানের সুবিধা আগেই চালু করেছে মাইক্রোসফট।

শেআএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর