ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

স্যামসাং স্মার্টফোনের উপকারী চার ফিচার

২০২২ নভেম্বর ১২ ০৬:৩২:০৪
স্যামসাং স্মার্টফোনের উপকারী চার ফিচার

স্যামসাং নক্স নিরাপত্তা ব্যবস্থা

আমরা আমাদের দৈনন্দিন সঙ্গী মোবাইল ফোনে অনেক ব্যক্তিগত, পেশাদার এবং গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করি। এই দিকটি মাথায় রেখেই নিরাপত্তা বলয় হিসেবে স্যামসাং নক্স তৈরি করেছে। সংস্থাটি দাবি করেছে যে ডিভাইসটি অবাঞ্ছিত ডেটা ট্রান্সমিশন বা ভাইরাস আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। অতএব, আপনার ডিভাইসে নক্স বৈশিষ্ট্যটি রাখুন এবং নিয়মিত আপডেট রাখুন।

স্যামসাং পে

আমাদের চারপাশ ডিজিটাল হওয়ার পাশাপাশি আমাদের জীবনধারাও ডিজিটাল হয়ে উঠছে। এবং আমরা খুব অভ্যস্ত হয়ে যাচ্ছি. আমাদের মধ্যে অনেকেই এখন নগদ অর্থ বহন করার পরিবর্তে ডেবিট এবং ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেটের মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। এই ধরনের ব্যবহারকারীদের সুবিধার জন্য স্যামসাং-এর রয়েছে স্যামসাং পে। এর মাধ্যমে একটি ডিভাইসের মাধ্যমে নগদ টাকা ও কার্ডের সব চাহিদা মেটানো যাবে। ডিজিটাল পেমেন্টের মান স্যামসাং পে-তে সংরক্ষণ করা হবে।

ছবির অনাকাঙ্ক্ষিত অংশ মুছে দিতে এআই পাওয়ার্ড ইরেজার

ছবি এডিট করতে বিশেষ করে কোনো ছবির অনাকাঙ্ক্ষিত অংশ মুছে ফেলতে স্যামস্যাংয়ে রয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ইরেজার। এর মাধ্যমে যেকোনো ছবিতে থাকা অনাকাঙ্ক্ষিত বস্তু বা অংশ মুছে দেওয়া যায়। ডিভাইসের ফটো এডিটিং অপশনে গেলেই এটি পাওয়া যাবে।

বিনামূল্যের ৫জিবি ক্লাউড স্টোরেজ

প্রতিটি স্যামসাং স্মার্টফোন কেনার সঙ্গে সঙ্গে ব্যবহারকারী স্যামসাংয়ের নিজস্ব ক্লাউড সার্ভারে ৫ গিগাবাইট (জিবি) করে ক্লাউড স্টোরেজ পান বিনামূল্যে। এই ক্লাউড স্টোরেজে ব্যবহারকারী চাইলে তার কনট্যাক্টস, মেসেজ, ফোনকল, ওয়ালপেপার, অ্যাপস, থিমসহ বিভিন্ন বিষয় সংরক্ষণ করে রাখতে পারবেন। এর সুবিধা হচ্ছে, ব্যবহারকারী যদি তার পুরোনো স্মার্টফোন পালটে নতুন স্মার্টফোন নিতে চান, আর সেটি যদি হয় স্যামসাং ব্র্যান্ডেরই তাহলে নতুন স্মার্টফোনে খুব সহজেই আগের স্মার্টফোনের ডাটাগুলো নিয়ে আসা যাবে।

এতে করে নতুন ডিভাইসটি ব্যবহার করা খুব সহজ হয়ে উঠবে। নতুন ডিভাইসে নতুন করে সব অ্যাপ, কনট্যাক্টস ইন্সটল করতে হবে না। পুরোনো মেসেজ হারানোরও ভয় থাকবে না।

শেআএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর