ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

বাংলাদেশসহ ৪ দেশে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন চালু

২০২৩ জুলাই ২৬ ১৭:৫৩:৫৫
বাংলাদেশসহ ৪ দেশে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন চালু

মঙ্গলবার রাতে টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চারটি দেশের বাইরে অন্য দেশের নাগরিকরা গুগল প্লেতে গিয়ে অ্যাপটির জন্য প্রি-অর্ডার করতে পারবেন। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহেই একযোগে নতুন কয়েকটি দেশে চ্যাটজিপিটির অ্যাপ অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ করবে। এ ছাড়া আইফোন ব্যবহারকারীদের মোবাইল ফোনের আইওএসে অফিশিয়াল চ্যাটজিপিটি অ্যাপটি পাওয়া যাচ্ছে। তবে মোবাইলের জন্য এর আলাদা ইন্টারফেস ডিজাইন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা ‘চ্যাটজিপিটি’ চালু করে। চালুর পরপরই প্রযুক্তি জগতে অ্যাপটি নিয়ে ব্যাপক সাড়া ফেলে। দিন দিন বাড়তে থাকে ব্যবহারকারীর সংখ্যা।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর