ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

টেসলার মতো রোবো-ট্যাক্সি আনবে না মার্সিডিজ

২০২২ নভেম্বর ১৪ ১১:২৮:১৭
টেসলার মতো রোবো-ট্যাক্সি আনবে না মার্সিডিজ

পরিবর্তে, সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রে 'লেভেল-3 ড্রাইভার সহকারী' প্রযুক্তিতে সজ্জিত একটি গাড়ি চালু করতে চাইছে। এবং যদি এটি সম্ভব হয়, মার্সিডিজ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের প্রযুক্তির প্রথম গাড়ি।

মার্সিডিজের চিফ টেকনোলজি অফিসার মার্কাস শেফার বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সিলিকন ভ্যালি নামে পরিচিত ক্যালিফোর্নিয়ায় বসবাসকালে প্রযুক্তি পোর্টাল দ্য ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কাস এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের বাজারে এই প্রযুক্তির গাড়ি আনতে চায় মার্সিডিজ। এই কারণে, মার্কাস শেফার দ্য ভার্জকে বলেছেন যে ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে৷

আররহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর