ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

স্যাটেলাইট খাতে অ্যাপলের বিনিয়োগ

২০২২ নভেম্বর ১৪ ১১:২৫:১৪
স্যাটেলাইট খাতে অ্যাপলের বিনিয়োগ

সম্প্রতি গ্লোবাল স্টারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হচ্ছে, অ্যাপলের বিনিয়োগকৃত অর্থ স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, স্যাটেলাইট কোম্পানিগুলোর জিওস্যাটেলাইট সেন্টারসহ বিভিন্ন স্পর্শকাতর অবকাঠামোর উন্নয়নে ব্যয় করা হবে।

সম্প্রতি লঞ্চ হওয়া অ্যাপল আইফোন ১৪ প্রো মডেলের হ্যান্ডসেটে স্যাটেলাইট নেটওয়ার্ক ভিত্তিক মেসেজিং ফিচার রয়েছে। ডিভাইসটির ব্যবহারকারী যদি দুর্ঘটনার সম্মুখীন হয়, একটি পূর্বনির্ধারিত নম্বরে একটি জরুরি বার্তা পাঠানো হবে। এই বৈশিষ্ট্যটির কার্যকারিতা স্যাটেলাইট নেটওয়ার্কের উপর নির্ভর করে।

টেক্সট মেসেজ ছাড়াও, আইফোন ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকা অবস্থায়ও 'ফাইন্ড মাই' অ্যাপের সাথে তাদের লাইভ অবস্থান বিনিময় করতে পারে। তাই স্যাটেলাইট নেটওয়ার্কের প্রয়োজন। এ কারণে অ্যাপল স্যাটেলাইট যোগাযোগে বিনিয়োগ করছে।

আররহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর