ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দেশের সব স্কুল-কলেজে পুরোদমে ক্লাস শুরু রোববার

২০২৪ মে ০৪ ১৯:১৮:৩৭
দেশের সব স্কুল-কলেজে পুরোদমে ক্লাস শুরু রোববার

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বেশ কিছু বন্ধ থাকার পর আগামীকাল রোববার (০৫ মে) দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হচ্ছে।

আজ শনিবার (০৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীকাল 05 মে (রবিবার) থেকে।

এর আগে তাপপ্রবাহের কারণে কয়েকটি জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

তাপপ্রবাহের কারণে গত ২০ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়।

দীর্ঘ রমজান-ঈদের ছুটি এবং তাপপ্রবাহ থেকে সাত দিনের বিরতির পর গত ২৮ এপ্রিল খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান।

কয়েকটি জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একদিন ক্লাস শেষে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

মাসুদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে