ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারী বৃষ্টিপাতে ফের ডুবেছে দুবাই, স্কুল-অফিস বন্ধ

২০২৪ মে ০৪ ০৯:৪৪:০৩
ভারী বৃষ্টিপাতে ফের ডুবেছে দুবাই, স্কুল-অফিস বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় ফের ডুবেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ অনেক এলাকা। এতে কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এপ্রিলের বন্যার পর পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই আবারো প্লাবিত হলো দুবাইয়ের বেশকিছু অঞ্চল। এতে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় দেশটির অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে প্লাবিত হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি অঞ্চল। এতে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনসিইএমএ। এর আগে গত ১৬ এপ্রিল সেখানে ২৫৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে চারজনের মৃত্যু হয়েছিল। বাতিল করা হয় দুই হাজারের বেশি ফ্লাইট।

সে তুলনায় হিসেবে গতকাল বৃহস্পতিবারের বৃষ্টিপাত ততটা ভয়াবহ ছিল না। দুবাইয়ের হাইওয়েতে কিছুটা যানজট দেখা দেয়। প্লাবিত সড়েক কিছু গাড়ি আটকে যায়।

মার্কেট আওয়ার/তারিকুল

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে