ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

চীনের সহায়তায় চাঁদে যাচ্ছে পাকিস্তান

২০২৪ মে ০১ ১৪:২২:২৪
চীনের সহায়তায় চাঁদে যাচ্ছে পাকিস্তান

চাঁদে যাচ্ছে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার যাত্রা শুরু করবে তারা। চীনের সহায়তায় দেশের প্রথম মহাকাশযান চাঁদে নামবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে যে পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র অভিযান আগামী শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে চাঁদে যাত্রা শুরু করবে। স্থানীয় সময়. হাইনান প্রদেশের দেশটির উৎক্ষেপণ কেন্দ্র থেকে চীনা তৈরি চ্যাং-ই-6 উড্ডয়ন করবে।

পাকিস্তানের চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে iCube-Q। তারা পাকিস্তানের iCube-Q স্পেস স্যাটেলাইট তৈরি করেছে।

পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজির (আইএসটি) মতে, চীনের সাংহাই বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের ন্যাশনাল স্পেস রিসার্চ ইনস্টিটিউট সুপারকো এ ব্যাপারে সহায়তা করেছে।

আইএসটি জানিয়েছে, iCube-Q দুটি অপটিক্যাল ক্যামেরা দিয়ে সজ্জিত, যা চন্দ্র পৃষ্ঠের ছবি তুলতে ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনীয় মানের পরীক্ষা-নিরীক্ষার পর ইতিমধ্যেই চ্যাংআন-6 রকেটের সঙ্গে iCube-Q একীভূত করা হয়েছে।

আইএসটি ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি জানিয়েছে যে লঞ্চটি সরাসরি সম্প্রচার করা হবে।

মিজান/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে