ঢাকা, বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

পিছু হটছে ইসরায়েলি সেনা!

২০২৪ এপ্রিল ৩০ ১৫:২০:৫৬
পিছু হটছে ইসরায়েলি সেনা!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৬ মাসেরও বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে ইসরাইল। যুদ্ধের শুরু থেকেই ইসরাইল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হাসামকে সম্পূর্ণ নির্মূলের বার্তা দিয়ে আসছে।

কিন্তু দীর্ঘ যুদ্ধের পরও ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য অর্জন করতে না পেরে হতাশ।

আনাদোলু এজেন্সি সম্প্রতি জানিয়েছে যে ৩০ জন ইসরায়েলি সেনা তাদের দায়িত্ব পালন করতে অস্বীকার করেছে।

প্যারাট্রুপাররা বলছে, তারা রাফাহ সীমান্তে অভিযান চালানোর আহ্বানে সাড়া দেবে না।

বর্তমানে গাজার শেষ নিরাপদ আশ্রয়স্থল মিশরের সাথে রাফাহ সীমান্ত। ওই এলাকায় অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরাইল। সে সময় এ মনোভাব প্রকাশ করে দেশটির সেনাবাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, কমান্ডাররা এই রিজার্ভ সৈন্যদের দায়িত্বে ফিরে যেতে বাধ্য করবেন না। এই দীর্ঘ যুদ্ধে সৈন্যরা কতটা ক্লান্ত তা এই বার্তা থেকে স্পষ্ট বোঝা যায়।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

কয়েক শতাধিক ইসরায়েলি হামাস যোদ্ধাদের হাতে ধরা পড়ে। এরপর থেকে ইসরাইল গাজা উপত্যকায় নৃশংস হামলা চালায়।

সর্বাত্মক সামরিক অভিযানে তেল আবিব কোনো মানবিক নিয়ম অনুসরণ করছে না। নারী ও শিশুসহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে।

মামুন/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে