ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

বাফেলো, নিউ ইয়র্ক প্রতিবাদে ফেটে পড়ে

২০২৪ এপ্রিল ২৯ ১৫:১০:৩৪
বাফেলো, নিউ ইয়র্ক প্রতিবাদে ফেটে পড়ে

নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে দুর্বৃত্তদের হাতে ২ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

রোববার (২৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ফিলমোর জামে মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রায় ৫০০ প্রবাসী বাংলাদেশি বিক্ষোভে অংশ নেন এবং প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বাফেলো সিটির মেয়র বায়রন ডব্লিউ ব্রাউন এবং পুলিশ কমিশনার জোসেফ গোমালিয়া প্রবাসীদের তীব্র প্রতিবাদের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে শনিবার (২৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের বাফেলোতে দুই বাংলাদেশিকে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তরা হত্যা করে।

দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাফেলোর ইস্ট ফেরি এবং জেনার স্ট্রিটের 100 ব্লকে সেদিন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বাফেলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

নিহতরা হলেন- সিলেটের কানিঘাট উপজেলার আবু সালেহ। ইউসুফ জনি (53) ও বাবুল মিয়া (50) লাঙ্গলকোট, কুমিল্লা।

এ কে এম ফাহিম, বাংলাদেশ মুসলিম সেন্টার অব বাফেলোর সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, আল ইসান জামে মসজিদের সভাপতি ও বৃহত্তর কুমিল্লা সোসাইটির সভাপতি রিয়েল এস্টেট ব্যবসায়ী আবুল বাসার, বিএনপি নেতা মতিউর রহমান লিটু, বাফেলো সিটি হল কর্মচারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল মুস্তাফা প্রমুখ। (জাভেদ)।

বাফেলো বিএনপি নেতা ইমতিয়াজ বেলাল, বরিশাল সোসাইটি অব বাফেলোর সভাপতি সৈয়দ ঝিলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মিয়া, বায়তুল মোকাররম মসজিদের সভাপতি কবির পোদ্দার, বাড়ি মালিক সমিতির সভাপতি জামাল হোসেন, ডাঃ ফাহিম তাজওয়া, মাইনুল হোসেন, আব্দুল মান্নান, ডা. মান্নান তাজু, মারুফ আহমেদ, ফয়জুর রহমান, জামাল উদ্দিন, বোরহান আলী ও খালেদ আলী প্রমুখ।

বাফেলোর বাংলাদেশি কমিউনিটির নেতারা জানান, ইউসুফ ও বাবুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত প্রবাসীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।

মিজান/

পাঠকের মতামত:

পরবাস এর সর্বশেষ খবর

পরবাস - এর সব খবর



রে