ঢাকা, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে

২০২৪ এপ্রিল ২৮ ১৫:১৪:০৫
তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে

প্রচণ্ড গরমে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে কোনো লাভ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কোনো জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গেলে ওই দিন সংশ্লিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রোববার (২৮ এপ্রিল) ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কিছু হলে আগে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, এমন ধারণা আমাদের থাকা উচিত নয়। আমাদের নতুন পাঠ্যক্রম প্রতিষ্ঠান-কেন্দ্রিক, তাই ছাত্রদের স্কুল ও কলেজে আসা গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষায় অনলাইন ক্লাস করা যায়।

তিনি আরও বলেন, গ্রীষ্মে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি পূরণের পর নতুন সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

এদিকে, তীব্র তাপপ্রবাহ ও তাপপ্রবাহ সতর্কতার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় শ্রেণীকক্ষে উপস্থিতির হার কমেছে। কিছু শিক্ষার্থী অসুস্থ হওয়ায় তীব্র তাপপ্রবাহের সময় স্কুল বন্ধ বা অনলাইনে ক্লাস করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে