ঢাকা, শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ইসরায়েলি সেনাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা, হুঁশিয়ারি নেতানিয়াহুর

২০২৪ এপ্রিল ২১ ২২:১৭:৫২
ইসরায়েলি সেনাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা, হুঁশিয়ারি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কুখ্যাত ইউনিট নেজাহ ইহুদা এবার মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে।

ইসরায়েল মার্কিন পরিকল্পনার তীব্র নিন্দা করে বলেছে, তার বাহিনীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা চূড়ান্ত সীমা হবে।

এদিকে, নিষেধাজ্ঞার এই মার্কিন পরিকল্পনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, আইডিএফের ওপর নিষেধাজ্ঞা দেয়া উচিত হবে না। কারণ আমাদের সৈন্যরা সন্ত্রাসী দানবদের সঙ্গে লড়াই করছে।

ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির এবং বেজালেল স্মোট্রিচও মার্কিন পরিকল্পনার নিন্দা করেছেন। গাভির বলেন, চূড়ান্ত রেখা অতিক্রম করার জন্য আমাদের সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য নেজাহ ইয়েহুদার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

সূত্র :টাইমস অব ইসরায়েল

মিজান/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে