ঢাকা, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

রোববার দর বৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্সুরেন্স

২০২৪ এপ্রিল ২১ ১৪:২৯:১০
রোববার দর বৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্সুরেন্স

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২১ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ২৮৫টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনে তুলনায় ৪০ পয়সা বা ৭.৫৫ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর কমেছে ৮ টাকা ২০ পয়সা বা ৭.২৪ শতাংশ।

আর ১ টাকা ৬০ পয়সা বা ৬.৪৩ শতাংশ দর পতন পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কপারটেক ইন্ডাষ্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, ডেল্টা স্পিনিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইস্টার্ন কেবলস, জুট স্পিনার্স ও প্রগতি ইন্সুরেন্স।

মাসুদ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে