ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বুধবার

২০২৪ এপ্রিল ০৮ ২১:৫৬:৫৭
চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বুধবার

এই বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো মঙ্গলবার ৩০তম রমজান মাস পূর্ণ করবে। সে অনুযায়ী আগামী বুধবার (১০ এপ্রিল) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সোমবার জানিয়েছে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই কারণে মঙ্গলবার রমজানের শেষ দিন এবং বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

মুসলমানদের জন্য দুটি পবিত্রতম মসজিদ কাবা এবং মসজিদ আল-নবাবির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের অফিসিয়াল ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইনসাইড দ্য হারামাইনের পোস্টে বলা হয়েছে, ‘আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।’

এর আগে সৌদি আরবের বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ইসা আল-গাফিলি বলেছেন, ‘আজ সোমবার শাওয়ালের চাঁদ দেখা অসম্ভব হবে, কারণ সূর্যের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর পর্যন্ত নতুন চাঁদের জন্ম হবে না।’

এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় সোমবার এক আনুষ্ঠানিক ঘোষণায় দেশটি জানিয়েছে, বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

মাসুদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর