ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে বড় উত্থান, সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট

২০২৪ এপ্রিল ০৮ ১৪:২২:০৫
শেয়ারবাজারে বড় উত্থান, সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়েছে। তবে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

আজ ডিএসইতে ৪১৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২ কোটি ৭৯ লাখ টাকা।

এদিন অন্যান্য সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪১৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২ কোটি ৭৯ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৯২টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১৬টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১১২টির, কমেছিল ৪৪টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি প্রতিষ্ঠানের।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে