ঢাকা, বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

অবশেষে শেয়ারবাজারে উত্থান, বেড়েছে লেনদেনও

২০২৪ এপ্রিল ০৩ ১৪:৩২:৪৬
অবশেষে শেয়ারবাজারে উত্থান, বেড়েছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংঙ্কে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৯৬ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বুধবার (০৩ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৭ দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৭৬ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১২৫৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ২০১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪৩৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৭ কোটি ৬৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ১৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৫০টির, কমেছিল ১২৮টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি প্রতিষ্ঠানের।

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর



রে