ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

দুই গুজবে শেয়ারবাজারে অস্থিরতা

২০২৪ মার্চ ০৯ ১৭:৩২:৫৮
দুই গুজবে শেয়ারবাজারে অস্থিরতা

এই দুই গুজবের তান্ডবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক একদিনে পড়ে যায় ৫৩ পয়েন্ট। ডিএসইতে ৪৬টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৩০৪টি কোম্পানির শেয়ার দামে পতন হয়। অর্থাৎ যে পরিমাণ কোম্পানির শেয়ার দাম বেড়েছে, তার চেয়ে ৬.৬০ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দাম পড়ে যায়।

এর আগে গত সোমবার (০৪ মার্চ) নতুন করে ৬ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে প্রেরণ করা হয়। তারও আগে গত ১৮ ফেব্রুয়ারি ২২টি কোম্পানির শেয়ার জেড ক্যাটাগরিতে প্রেরণ করা হয়েছিল। এরপরও বাজারে নতুন করে গুজব ছড়ানো হয়, আরও কিছু কোম্পানির শেয়ার জেড ক্যাটাগরিতে প্রেরণ করা হবে। একই সঙ্গে যেসব কোম্পানির শেয়ার ইতিমধ্যেই জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে, সেগুলো নিয়েও নানা গুজব ছড়ানো হয়।

অন্যদিকে, বেক্মিককোসহ ৬টি কোম্পানির শেয়ার এখনো ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সেগুলোর উপর রোববার (১০ মার্চ) থেকে ফ্লোর প্রাইস উঠে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন গুজব ছড়ানো হয়।

এসব গুজবে বৃহস্পতিবার দিনভর বিনিয়োগকারীদের মধ্যে অজানা আতঙ্ক ভর করে। তারা এসব গুজবে বিশ্বাস করে কম দামে তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দেয়। যার ফলে বৃহস্পতিবার লেনদেনের মধ্যভাগ থেকে উভয় শেয়ারবাজারে টানা পতন অব্যাহত থাকে।

তবে বেক্সিমকো লিমিটেডসহ ফ্লোর প্রাইসে থাকা ৬ কোম্পানির ফ্লোর প্রাইস উঠে যাওয়া কিংবা নতুন করে কোন কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মিজান/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর