ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে ফু-ওয়াং সিরামিক

২০২৪ মার্চ ০৮ ০৯:৪৫:৫৫
সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে ফু-ওয়াং সিরামিক

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৮ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.১৫ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৬৮ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে মন্নু ফেব্রিক্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৯ লাখ ১১ হাজার ১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৩ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৩১ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আফতাব অটোমোটাইলসের ৮৯ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা, ফরচুন সুজের ৮৯ কোটি ৯০ হাজার টাকা, বিডি থাই এ্যালুমিনিয়ামের ৮৭ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ৮৪ কোটি ৩৪ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৭৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৭৫ কোটি ৭৬ লাখ ২০ হাজার টাকা এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৭২ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর