ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

বিএনপির শূন্য আসনে তফসিল ঘোষণার সময় জানাল ইসি

২০২২ ডিসেম্বর ১২ ২০:৩৮:১২
বিএনপির শূন্য আসনে তফসিল ঘোষণার সময় জানাল ইসি

আজ সোমবার (১২ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে। যদিও সংবিধানে ৯০দিন সময় দেওয়া আছে।

উল্লেখ্য, রোববার বিএনপির ছয়জন সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার। ওইদিনই তাদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

ওইসব আসনে নির্বাচনের বিষয়ে মো. আলমগীর জানান, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে।

নির্বাচন কমিশন মো. আলমগীর বলেন, তফসিল আমরা খুব তাড়াতাড়িই দেবো ইনশাআল্লাহ। যেহেতু ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং আরেকজন নির্বাচন কমিশনার আজকে ঢাকার বাইরে আছেন। বুধবার হয়তো আসবেন। এরপর বৃহস্পতিবার অনানুষ্ঠানিক বৈঠকে বসবো। সেখানেই হয়তো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর