ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

‘বিএনপি পদত্যাগ করলেও সরকার পতন হবে না’

২০২২ ডিসেম্বর ১২ ১৯:৪০:১৬
‘বিএনপি পদত্যাগ করলেও সরকার পতন হবে না’

আজ সোমবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বরের খেলায় আমরা জিতে গেছি। খেলা হবে, নির্বাচনেই ফাইনাল খেলা হবে। নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতিবাজ তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের দল আবারও সরকার গঠন করবে।

কাদের বলেন, বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করলে আওয়ামী লীগ সরকারের পতন হবে না। ৩৫০ জন সদস্য নিয়ে সরকার গঠিত হয়েছে। জাতীয় পার্টি, বিকল্পধারা আছে।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) এখনও তত্ত্বাবধায়ক সরকার চায়। তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তান ছাড়া বিশ্বের কোনো দেশে নেই।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর