ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

‘বিএনপি পদত্যাগ করায় সরকারের কাতুকুতু লেগেছে’

২০২২ ডিসেম্বর ১২ ১৯:০১:৫৪
‘বিএনপি পদত্যাগ করায় সরকারের কাতুকুতু লেগেছে’

সোমবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর স্টেডিয়াম সংলগ্ন মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগর ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা ছোট থাকতে দেখতাম চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ভ্যারাইটি শো হতো। সে সময় মদ, গাজাসহ বঙ্গবন্ধু যেগুলো বন্ধ করে দিয়েছিলেন সেগুলো চালু করে দেন জিয়াউর রহমান। ওই ভ্যারাইটিশো যেদিন হতো, সেদিন মাইকিং হতো আজকে ঝুমুর ঝুমুর নাচ হবে। সেই শোতে যে পরিমাণ লোক হতো বিএনপির সমাবেশে তার চেয়ে একটু বেশি লোক হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি সমাবেশের জন্য ঢাকায় গোলাপবাগ মাঠ বেছে নিয়েছে। সেখানে গরুর হাট হতো। সেই ময়দানের আয়তন ৫০ হাজার বর্গফুট। সেখানে সর্বোচ্চ ১৫ থেকে ২০ হাজার লোক ধরে। রাস্তাঘাটসহ সব মিলিয়ে তারা ৫০ হাজার মানুষের একটি সমাবেশ করলেন। কিন্তু সরকারের পদত্যাগ চাইতে এসে নিজেরাই পদত্যাগ করে বসলেন। ওনারা মনে করেছেন সংসদ থেকে পদত্যাগ করলে মনে হয় সরকারের ভিত নড়ে যাবে। আওয়ামী লীগের একটু কাতুকুতু লেগেছে, এর বেশি কিছু হয় নাই।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর