ঢাকা, সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

নাস্তার নতুন আইটেম বাজারজাত করল ড্যান কেক

২০২২ নভেম্বর ১৩ ০৭:২৩:১৯
নাস্তার নতুন আইটেম বাজারজাত করল ড্যান কেক

শনিবার রাজধানীর একটি হোটেলে ড্যান ফুডসের চিফ অপারেটিং অফিসার ফিরোজ আহমেদ তিনটি পণ্য ‘মিল্ক ব্রেড, টরটিয়া রুটি এবং ক্রস্যান্ট’ উন্মোচন করেন।

ড্যান ফুডসের চিফ অপারেটিং অফিসার বলেন, ভোক্তারা সব সময় এমন খাদ্যদ্রব্য চান, যা নিরাপদ এবং স্বাস্থ্যকর। যদিও বাজারে এই ধরনের অনেক পণ্যই পাওয়া যাচ্ছে। কিন্তু সেই পণ্যগুলোর বেশিরভাগ কতটা স্বাস্থ্যসম্মত ও গুণগতমান কেমন তা নিয়ে ভোক্তাদের মনে সংশয় রয়ে গেছে।’

ফিরোজ আহমেদ বলেন, ‘সেই কথা মাথায় রেখেই ড্যান কেক ব্রেকফাস্ট সলিউশন ক্যাটাগরিতে ভোক্তাদের জন্য সুস্বাদু, স্বাস্থ্যকর এবং সুবিধাজনক এই নাস্তার আইটেমগুলো নিয়ে এসেছে। ড্যান কেক আশা করে, তাদের আইটেমগুলো সকালের নাস্তার সহজ ও স্বাস্থ্যসম্মত সমাধান হবে।’

‘ড্যান কেক’ ২০১৫ সালে কার্যক্রম শুরু করে তার পণ্যের গুণগতমান এবং বৈচিত্র্যের মাধ্যমে নিজেকে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্ন্যাকস ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর