ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

আগামী বিপিএল খেলা নিয়ে যা বললেন মাশরাফী

২০২৪ জানুয়ারি ২৭ ১৩:২০:২৩
আগামী বিপিএল খেলা নিয়ে যা বললেন মাশরাফী

ম্যাচের শেষে দীর্ঘ ১২ মিনিটের সংবাদ সম্মেলনে ঘরোয়া ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে কথাও বলেছেন সিলেট স্ট্রাইকার্স।

আগামী বিপিএলে মাশরাফীকে দেখা যাবে কি না, এমন এক প্রশ্নের জবাবে সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক জানিয়েছেন, পা যদি ঠিক থাকে তাহলে হয়তো খেলতেও পারেন। কিন্তু সেটা নির্ভর করছে সময়ের ওপর। তাকে নিয়ে আলোচনা হোক সেটা ম্যাশ চান না।

নড়াইল এক্সপ্রেস বলেন, ‘এখন আমি ক্রিকেটের কেউ না। আগামী ১০ বছর যারা বাংলাদেশ দলে খেলবে তাদের নিয়ে ভাবতে হবে। তারাই আগামীতে দলের হাল ধরবে। তবে আমার খেলা চালিয়ে যেতে চায়। শেষ সময়ে ক্রিকেটটাকে উপভোগ করতে চায়।’

পায়ের অবস্থা নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেছেন ম্যাশ। সাবেক বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘পা গত বছর পর্যন্তও ভালো ছিল। কিন্তু শেষ চার মাস ধরে ব্যথা অনুভব করছি। তবে এখনও ব্যথা থেকে পুরোপুরি সেরে ওঠতে পারেনি।’

চোটের সঙ্গে লড়াই করে মাশরাফীর এভাবে বিপিএল খেলাকে ভালোভাবে দেখেননি মাশরাফীর একসময়ের সতীর্থ মোহাম্মদ আশরাফুল। তার মতে, মাশরাফীর এভাবে খেলে যাওয়া বিপিএলকে ছোট করছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর