ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সাংবাদিকদেরও শাস্তির আওতায় আনার চিন্তা-ভাবনা

২০২৩ ডিসেম্বর ২৬ ১৮:০৭:০৬
সাংবাদিকদেরও শাস্তির আওতায় আনার চিন্তা-ভাবনা

বগুড়া জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

দেশে বিভিন্ন পেশাজীবীদের তালিকা থাকলেও সাংবাদিকদের কোনো তালিকা নেই জানিয়ে মো. নিজামুল হক নাসিম বলেন, এ কারণেই সাংবাদিকদের তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। তবে দুঃখজনক হলো প্রায় দুই বছরে ৬৪ জেলার মধ্যে মাত্র ৩৩টি জেলার তালিকা পাওয়া গেছে। আর ঢাকা থেকে শুধু একটি পত্রিকা ছাড়া আর কেউ তালিকা দেয়নি। তবে অবশ্যই এই তালিকা প্রণয়ন করা হবে।

ওয়েজ বোর্ড প্রসঙ্গে তিনি বলেন, সরকার ওয়েজ বোর্ড প্রণয়ন করেন সাংবাদিকদের স্বার্থে কিন্তু তার বিরোধিতা যারা করেন বা করছেন তারাও কিন্তু সাংবাদিক। তবে ওয়েজ বোর্ড কোনোভাবেই আটকে রাখা সম্ভব হবে না, তা বাস্তবায়ন হবেই। কর্মশালা শেষে তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার। মুখ্য আলোচক ছিলেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

বক্তব্য দেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম আখতারুজ্জামান ও আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, সিনিয়র সাংবাদিক মোহন আখন্দ, জি এম সজল প্রমুখ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর