ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

বিক্ষোভে আটকে গেল পিএসসি চেয়ারম্যানের গাড়ি

২০২৩ ডিসেম্বর ২৫ ১০:২৯:৩৮
বিক্ষোভে আটকে গেল পিএসসি চেয়ারম্যানের গাড়ি

এদিন বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে এ ঘটনা ঘটে। পুলিশের সহায়তায় চেয়ারম্যান বেরিয়ে যাওয়ার পর ৪টা ৫০ মিনিটের দিকে সেখান থেকে কর্মসূচি শেষ করে চলে যান আন্দোলনকারীরাও।

৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদ বাড়ানোর দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন কিছু প্রার্থী। রোববার সকাল থেকে তারা সেই আন্দোলন শুরু করেন। বিকেল ৪টা ৩৫ মিনিটে চেয়ারম্যান যখন বের হয়ে যেতে চান তখন আন্দোলনকারীরা তার গাড়ি আটকে দেয়। এ সময় তিনি গাড়িতেই ছিলেন। পরে সেখানে দায়িত্বরত সিকিউরিটি পুলিশকে জানালে পুলিশ এসে চেয়ারম্যানকে সেখান থেকে বের করে নিয়ে যান।

আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছেন। নন-ক্যাডারের বিজ্ঞপ্তি দিয়ে যে পছন্দক্রম নেওয়া হয়েছে, তা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি এবং নন-ক্যাডার পদ সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করে তারা দাবি আদায় করতে চান। এদিন সকাল ১০টা থেকে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন কিছু প্রার্থী। কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের অনেকে গলায় মুলা ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। অনেকে কাফনের কাপড় পরে মুখে কালো কাপড় বেঁধে দাবি আদায়ে পিএসসির সামনে অবস্থান নেন।

গত ২১ ডিসেম্বর পিএসসির সামনে কাফনের কাপড় পরে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা পিএসসির সামনের দুটি ফটকে অবস্থান নেওয়ায় অফিস শেষে কর্মকর্তারা পেছনের ফটক দিয়ে বেরিয়ে যান।

চাকরিপ্রার্থীরা বলেন, ৪৩তম বিসিএসে হঠাৎ ক্যাডার ও নন-ক্যাডারের ফল একসঙ্গে দিতে তড়িঘড়ি করে খুবই অল্পসংখ্যক পদে নন-ক্যাডারের বিজ্ঞপ্তি দিয়েছে পিএসসি। এতে লিখিত পরীক্ষার পর উত্তীর্ণ অসংখ্য প্রার্থী মৌখিক পরীক্ষা দিয়েও নন-ক্যাডারের চাকরি পাবেন না। এটা ৪৩তম ব্যাচের সঙ্গে স্পষ্ট বৈষম্য। এ প্রক্রিয়া বন্ধ করে পদ বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারে একসঙ্গে চূড়ান্ত ফল প্রকাশের উদ্যোগ নিয়েছে পিএসসি। ক্যাডার পদের ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। পাশাপাশি নন-ক্যাডারে শূন্য পদ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডারে চাকরি করতে চান, শূন্য পদে তাদের পছন্দক্রমও (চয়েজ) নিয়েছে পিএসসি।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর