ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

২৪ ঘণ্টায় সারা দেশে ১৩১৯ জন গ্রেপ্তার

২০২২ ডিসেম্বর ০৫ ২১:৫২:৫৭
২৪ ঘণ্টায় সারা দেশে ১৩১৯ জন গ্রেপ্তার

আগের দুই দিনে (শনিবার ও রোববার) সারাদেশে ১ হাজার ৩৫৬ জনকে গ্রেপ্তার করা হযেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে গত তিন দিনে মোট ২ হাজার ৬৭৫ জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।

পুলিশ সূত্র বলেছে, সম্প্রতি দুই জঙ্গি ছিনতাই, বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উদ্‌যাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে।

এদিকে বিএনপি দাবি করেছে, ১০ ডিসেম্বর তাদের ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে বানচাল করতেই পুলিশ এই বিশেষ অভিযান চালাচ্ছে।

দলটির অভিযোগ, গত কয়েক দিনে বিশেষ অভিযানের নামে তাদের সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর