ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

২০২৩ ডিসেম্বর ১৬ ২০:৪২:২৯
সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে দলটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ২৮ অক্টোবরের পর থেকে বেশ কয়েক দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দিয়েছে তারা।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিজয় দিবসের শোভাযাত্রায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

শোভাযাত্রার আগে মঈন খান বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করে সরকার আজ বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’

এই মন্তব্যের ব্যাখ্যায় মঈন খান বলেন, ‘১৯৭১-এর বিজয় এনেছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আজকে হত্যা করে আওয়ামী লীগ সরকার বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’

মার্কেট আওয়ার/আওলাদ

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর