ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি : জাপা মহাসচিব

২০২৩ ডিসেম্বর ১২ ১৮:৩২:০৫
আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি : জাপা মহাসচিব

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা নির্বাচনের জন্য আওয়ামী লীগের সঙ্গে সার্বিক বিষয়ে আলাপ করেছি। তারা আশ্বস্ত করেছে, নির্বাচন ভালো করার জন্য যা যা দরকার তাই করবে। আমাদের বেশিরভাগ প্রার্থী নিজ নির্বাচনী এলাকায় রয়েছেন। তবে এখনই যে নির্বাচনী প্রচারণার সুযোগ নেই, সেটি তাদের আমি বলে দিয়েছি। কারণ এখন প্রচারণা চালালে আচরণবিধি লঙ্ঘন হবে।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমি একটা কথাই বলতে পারি, জাতীয় পার্টি নির্বাচন করার জন্যই এসেছে। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসেনি।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশন ও সরকারের কাছে চেয়েছি ভোটাররা যেন ভোট দিতে কেন্দ্রে যেতে পারে এবং ভোটের পরিবেশ যেন সুন্দর হয়। নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর