ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ইসিকে যে আশ্বাস দিলেন প্রধান বিচারপতি

২০২৩ নভেম্বর ০১ ১৭:০১:৫৮
ইসিকে যে আশ্বাস দিলেন প্রধান বিচারপতি

নির্বাচন কমিশন বুধবার (০১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকে দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় বিচারকরা যাতে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সহায়তা চেয়েছে।

বৈঠক শেষে সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় নিম্ন আদালত বন্ধ থাকবে। সে সময় বিচার কাজ কীভাবে চলবে তা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। তপশিল বিষয়ে কথা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে তপশিল বিষয়ে কোনো কথা হয়নি।

বুধবার (০১ নভেম্বর) থেকে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় নির্বাচনের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসলো নির্বাচন কমিশন।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর