ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

রেস্টুরেন্টের বিল এড়াতে করতেন হার্ট অ্যাটাকের অভিনয়, অবশেষে গ্রেপ্তার

২০২৩ অক্টোবর ১৯ ১৭:১৫:৪০
রেস্টুরেন্টের বিল এড়াতে করতেন হার্ট অ্যাটাকের অভিনয়, অবশেষে গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, গত মাসে ধরা পড়েন লোকটি। তিনি একটি রেস্টুরেন্টের ৩৭ ডলাররের খাবার বিল পরিশোধ না করেই চলে যাওয়ার চেষ্টা করেছিল। পরে রেস্টুরেন্টের কর্মীরা তাকে আটক করে এবং খাবারের মূল্য পরিশোধ করতে বলে। তখন লোকটি বলেন, তিনি তার হোটেলের রুম থেকে টাকা আনতে যাচ্ছিলেন। এরপর হঠাৎ করেই হার্ট অ্যাটাকের অভিনয় শুরু করেন।

রেস্তোরাঁর ব্যবস্থাপক জানান, তিনি অজ্ঞান হওয়ার ভান করে মেঝেতে শুয়ে পড়েন এবং অ্যাম্বুলেন্স ডাকতে বলেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে অন্য রেস্টুরেন্টে এ ধরনের কাজ করার কারণে লোকটিকে চিনতে পারে এবং তাকে গ্রেপ্তার করে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর