ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ফিলিস্তিন সমর্থনকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০২৩ অক্টোবর ১৭ ১৭:১৩:৩৬
ফিলিস্তিন সমর্থনকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আইওয়া অঞ্চলে প্রচারে অংশগ্রহণকালে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাস অন্তত ১৩০০ ইসরায়েলিকে হত্যা করেছে। আমি যদি দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি তাহলে এমন কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিব না- যারা ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে বিশ্বাস করে না। একই সঙ্গে বিদেশি ছাত্রদের ভিসা প্রত্যাহার করবেন যারা ইসরায়েল বিদ্বেষী।

তিনি জানান, ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারের করা হবে। প্রেসিডেন্ট নির্বাচিত হলে হামাসকে প্রকাশ্যে সমর্থন জানানো অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, যদি প্রেসিডেন্ট হতে পারে সন্ত্রাসবাদে জর্জরিত দেশগুলোর মানুষের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে তাঁর প্রশাসন।

এর আগে ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার প্রশাসন কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিলেন। তবে আদালত এ পদক্ষেপে বাধা দেন। পরবর্তীকালে জো বাইডেন প্রেসিডেন্ট হয়ে ট্রাম্পের ওই নীতি বাতিল করে দেন।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর