ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ইসরায়েলের পক্ষে যুদ্ধ করতে চায় ভারতীয়রা

২০২৩ অক্টোবর ১৬ ১২:১৯:০৭
ইসরায়েলের পক্ষে যুদ্ধ করতে চায় ভারতীয়রা

তবে একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানাতে ভোলেননি এশিয়ার এই প্রভাবশালী দেশটি। বর্তমান পরিস্থিতিতে অনেক ভারতীয় নাগরিক ইসরায়েলের হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নুর গিলন এক বিবৃতিতে বলেছেন, অনেক ভারতীয় ইসরায়েলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এ জন্য তিনি উত্তেজিত।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছেন যে অনেক ভারতীয় হামাসের সাথে তেল আবিবের চলমান যুদ্ধে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অনেক ভারতীয় নাগরিক যুদ্ধে স্বেচ্ছাসেবক হতে চেয়েছিলেন যাতে আরেকটি সেনাবাহিনী তৈরি করা যায়।

তিনি জানান, ইসরায়েলের অভ্যন্তরে হামলার পর বিশ্বের প্রথম সারির নেতাদের মধ্যে নরেন্দ্র মোদি শুরু থেকেই স্পষ্ট ভাষায় নিন্দা প্রকাশ করেছেন। এটি তার কাছে খুবই আশাপ্রদ ঘটনা, খুবই আবেগের ব্যাপার। ইসরায়েল এটা কখনোই ভুলবে না।

ইসরায়েলি রাষ্ট্রদূত জানান, ভারতের মন্ত্রী, বড় ব্যবসায়ীদের কাছ থেকেও তিনি সাহায্যের আশ্বাস পেয়েছেন।

এ সময় ইসরায়েল ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে গিলন জানান, দুই দেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও আন্তরিকতাপূর্ণ। অনেক ভারতীয় নাগরিক ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে চাইছে। এটা খুবই সুন্দর দৃশ্য। ইসরায়েল এবং ভারতের এমন সম্পর্ক খুবই ব্যতিক্রম ও গভীর পর্যায়ে রয়েছে।

হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা আক্রমণের মধ্যেই গত মঙ্গলবার (১১ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। এ সময় তিনি মোদিকে চলমান পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলের অবস্থান ব্যাখ্যা করেন।

এক্স (সাবেব টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী জানান, ভারতের মানুষ এই কঠিন সময়ে ইসরায়েলকে শক্তভাবে সমর্থন জানায়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর