ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেল ভারত

২০২৩ অক্টোবর ০৬ ১০:৫০:০০
বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেল ভারত

ম্যাচের শুরুতে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের চেয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতাই বেশি ছিল। আউট হওয়া ৯ ব্যাটসম্যান ফিল্ডারদের যেন ক্যাচ প্র্যাকটিস করাচ্ছিলেন। উইকেট নেওয়ার ডেলিভারি ছাড়াও বাজে শট খেলে আউট হয়েছেন অনেকেই। তাদের মধ্যে আছেন অভিজ্ঞ আফিফ হোসেন ধ্রুব ও অধিনায়ক সাইফ হাসান।

টস জিতে ফিল্ডিং করার পর শুরুতেই বোলিং নিয়ন্ত্রণ করে ভারত। শুরুর দিকে মেঘলা আবহাওয়ায় পিচ থেকে কিছুটা বাড়তি সুবিধা পেয়েছিলেন বোলাররা। পাওয়ার প্লেতে মাত্র ২১ রান করে ৩ উইকেটের বিনিময়ে দেয় বাংলাদেশ। পাওয়ার প্লের পরও রান রেট বাড়েনি। প্রথম দশ ওভারে ৪ উইকেটে মাত্র ৪০ রান ছিল। প্রথম ৬০ বলে কোনো বাউন্ডারি মারতে পারেনি বাংলাদেশ। দুটি ছক্কা মেরেছেন ওপেনার পারভেজ ইমন।

ইনিংসের ১২ তম ওভারে প্রথম চার হয়, এটা কোনো ব্যাটসম্যানের ব্যাটে নয় বাই রান। ১৭ তম ওভারে রাকিবুল হাসান দুই চার হাঁকান। সেই ওভারেই তিনি আউট হন। বাংলাদেশ পুরো ২০ ওভার খেলেছে এটাই তৃপ্তির বিষয় হয়ে দাঁড়ায়। সেটা হয়েছে জাকের আলী অনিকের ব্যাটিংয়ের জন্য। ২৪ রানে অপরাজিত থাকা জাকেরই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।

ভারত প্রথম চার ওভার পেসার দিয়ে শুরু করলেও পরবর্তীতে স্পিনারদের ওপরই নির্ভর করেছে। ৯ উইকেটের মধ্যে ৭ উইকেটই স্পিনারদের বলে। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট সাই কিশোরের। ওয়াশিংটন সুন্দর দুই; তিলক ভার্মা শাহবাজ, রবি, আরশেদীপ সিং একটি করে উইকেট নেন।

জবাবে ওপেনার যশস্বী জয়সওয়াল শূন্য রানে আউট হলেও অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড় ও তিলক বর্মার ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর