ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে জানালেন হাসান

২০২৩ অক্টোবর ০৪ ১৭:১৮:০২
বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে জানালেন হাসান

বিশ্বকাপের আগে মাঠের বাইরের ঘটনায় বেশ উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট অঙ্গন। তবুও দলের অবস্থা ভালো বলে জানিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন করবে এমন প্রশ্নে হাসান বলেন, ‘আমার মতে, আলহামদুলিল্লাহ দল ভালো অবস্থায় রয়েছে আমি যতটুকু দেখেছি। আগের থেকে অনেক ভালো পজিশনেই রয়েছে। প্রতিটি সেক্টরের কাজ সবাই সবারটা ভালো মতোই করছে। সবাই জানে ভারতের মতো চেনা কন্ডিশনে কি দায়িত্ব থাকবে। খুবই পজিটিভ আছে। সবাই প্রস্তুত আছে।’

নিজের ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘মন তো চায় অনেক কিছুই। তবে আমার ইচ্ছা নিজের ইকোনোমিটা একদম কম রেখে ম্যাচ শেষ করা। যে কারণে আমাকে দলে রাখা সেই কাজটা ঠিকঠাক করতে পারা। মোটকথা দলের চাহিদা পূরণ করার জন্য আমি বল করতে চাই। যাতে করে বিশ্বকাপে দলের ভালো হবে সঙ্গে আমারও।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর